Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্র অর্থনীতিতে যুক্ত হতে যুক্তরাষ্ট্রকে মোমেনের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ০৮:৩৪

আব্দুল মোমেন, ছবি: সারবাংলা

ঢাকা: বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে (ব্লু ইকোনমি) বিনিয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল বুধবার (৬ এপিল) রাতে গণমাধ্যমকে ড. মোমেন বলেন, আমাদের সমুদ্র অর্থনীতিতে যোগ দিন, সেখানে (বঙ্গোপসাগর) কার্যক্রম করুন। পরে আপনারা সেখান (বঙ্গোপসাগর) থেকে ইন্দো-প্যাসিফিক এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন।

এর একদিন আগেই মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার ও রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টিভ চ্যাবোটের সঙ্গে তার আলাপ হয়েছিল। এর ঠিক একদিন পরেই এই বক্ত্যব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা ও প্রশাসনের কর্মমকর্তাদের মধ্যে উষ্ণ মনোভাব প্রত্যক্ষ করেছি। তার সফরের ফলাফলে তিনি খুবই খুশি। এ সফরকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তিনি। কারণ, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ সম্পর্কে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক তথ্য-উপাত্ত তুলে ধরেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত ৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান যাতে যুক্তরাষ্ট্র আরও সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করতে পারে।

ড. মোমেন বলেন, আমি তাদের আইন প্রণেতাদের বলেছি, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরও সম্পৃক্ত হওয়ার এখন সময় এসেছে।

বিজ্ঞাপন

মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবি জানান, যে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

সারাবাংলা/টিএস/এনএস

বঙ্গোপসাগর বাংলাদেশ যুক্তরাষ্ট্র ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সমুদ্র অর্থনীতি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর