‘রেটিনা পরীক্ষায় ৪ কোটি ডায়াবেটিক রোগীর চোখ বাঁচানো সম্ভব’
৭ এপ্রিল ২০২২ ১৯:৫৩
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সিনিয়র সদস্যদের ডায়াবেটিসজনিত অন্ধত্ব এড়াতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রেটিনা টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান জিডক এর সৌজন্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬০ জন সদস্যের রেটিনা টেস্ট করানো হয়।
এ প্রসঙ্গে জিডক হেলকেয়ারের সভাপতি কাজী জসিমুল ইসলাম বাপ্পী জানান, এই উদ্যোগে বাংলাদেশে ৪ কোটি ডায়াবেটিক রোগীর চোখ বাঁচানো সম্ভব। আমরা এ উদ্যোগ সফল করতে আর্টেলাসের সাথে যৌথভাবে কাজ করছি।
ক্যাম্পেইন উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
শুরুতে অংশগ্রহণকারী সদস্যদের স্বাগত জানিয়ে ইলিয়াস খান বলেন, ‘ক্লাবের সিনিয়র সদস্যদের রেটিনা টেস্ট করাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘ক্লাব সদস্যদের চোখের সুরক্ষায় আগামী সপ্তাহেও রেটিনা টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য জিডক হেলকেয়ারকে ধন্যবাদ জানাই।’
প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলীর সার্বিক তত্ত্বাবধায়নে ও ক্লাব সদস্য অঞ্জন রহমানের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইন উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ভানু রঞ্জন চক্রবর্তী ও শাহনাজ পলি।
এতে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সিনিয়র সদস্য সুভাষ চন্দ বাদল, জাকারিয়া কাজল, কায়কোবাদ মিলন, আশরাফুল হক., মজিদুল হক বিশ্বাস, নূরুল হাসান খান, কবি আবদুল মান্নান, আলী মামুদসহ অন্যরা।
জিডক হেলকেয়ারের পক্ষে নার্গিস সোমা বলেন, ‘বাংলাদেশে চোখের রেটিনা টেস্ট সহজলভ্য করতে আমরা এই ইন্টিলিজেন্ট রোবাটিক টেস্টিং মেশিনটি বাংলাদেশে এ্যাভয়লেবল করতে এই আয়োজনে অংশ গ্রহণ করেছি।’
রোবাটিক টেস্টিং মেশিন অপারেট করেন কোম্পানির কান্ট্রি ম্যানেজার আবরার আলী।
সারাবাংলা/একে