১৫-২১ জুন শুমারি সপ্তাহ, হবে মানুষ গণনা
৭ এপ্রিল ২০২২ ২১:০৬
ঢাকা: জনশুমারির মূল গণনা কাজের দিনক্ষণ নির্ধারণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী মানুষ গণণা করা হবে। এই সময়কে শুমারি সপ্তাহ বলা হয়। ১৪ জুন রাত ১২টাকে শুমারি রেফারেন্স পয়েন্ট বা সময় হিসেবে বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিবিএস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প পরিচালক দিলদার হোসেন বলেন, “সময় ও যুগের চাহিদা বিবেচনা করে সময়োপযোগী এবং নির্ভূল তথ্য সংগ্রহের জন্য এবারই প্রথম ডিজিটাল শুমারি পরিচালনা করা হবে। এই শুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) বেইজ ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে সিএপিআই (কম্পিউটার এ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউয়িং) পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।”
সারাবাংলা/জেজে/পিটিএম