অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি করায় শাপলা ফুডসকে জরিমানা
৭ এপ্রিল ২০২২ ২২:১৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ২২:২০
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এডিবল জেল, চকলেট, সেমাই, জুস, আইস ললি, চাটনিসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাপলা ফুডসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে টঙ্গীর বিসিক এলাকায় শাপলা ফুডসে এই অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রেবেকা সুলতানা, সাইদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান বলেন, অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে নোংরা পরিবেশে এডিবল জেল, জুস, আইস ললি, সেমাই চকলেটসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য উৎপাদন করে আসছিল এই প্রতিষ্ঠানটি। অনুমোদনহীন শিশু খাদ্য প্রস্তুত করার অপরাধে শাপলা ফুডসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে বিভিন্ন ফলের দোকানেও অভিযান চালানো হয়। ফলে ফরমালিনসহ কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার হচ্ছে কি না, সেটি অভিযানে পরীক্ষা করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
সারাবাংলা/টিআর