বাগেরহাটে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৭ এপ্রিল ২০২২ ২০:৫৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ২২:৩২
বাগেরহাট: বাগেরহাটে ভৈরব নদী থেকে শাহাদাত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার চৈঘাট এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার তাহের উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
নিহতের ছেলে আল আমিন বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় তিনি চলে যেতেন। বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। দুপুরে বাবার লাশ পেলাম।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর