করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
৭ এপ্রিল ২০২২ ২১:১৩
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মুদি ও ফেরি নারী ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। এসময় তারা সরকারের কাছে এসব নারীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার দাবি জানান।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর রায়ের বাজার ডাব্লিউবিবি ট্রস্ট মিলনায়তনে ‘করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মুদি ও ফেরি ব্যবসায়ী নারীদের নগদ অর্থ সহায়তা প্রদান’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নারীদের অর্থ সহায়তা দেওয়া হয়। বিএনপিএস ঢাকা পশ্চিম কেন্দ্রের পক্ষ থেকে আওয়াম প্রকল্পের আওতায় নগদ এক লাখ ৪৮ হাজার টাকা সহায়তা দেওয়া হয় তাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিএস’র উপপরিচালক শাহানাজ সুমী। বিএনপিএস ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, সমাজ সেবা কর্মকর্তা জহির উদ্দিন, সাংবাদিক সাকিলা পারভীনসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এ ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নিতে হবে।
তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদেরও অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের সহায়তা বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস