২ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে মটরশুঁটি আমদানি
৭ এপ্রিল ২০২২ ২১:৩২
দিনাজপুর: রমজান মাসে দেশের বাজারে চাহিদা থাকায় দুই মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। আমদানি করা এসব মটরশুঁটি চলে যাচ্ছে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। আর স্থলবন্দর এলাকায় পাইকারিতে মটরশুঁটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে মটরশুঁটি বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে পণ্যটির আমদানি শুরু হয়। মটরশুঁটিগুলো খাঁন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানটি ভারতের বিহার থেকে আমদানি করছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, রমজান মাসে মটরশুঁটির যথেষ্টা চাহিদা রয়েছে। কিন্তু এই সময়ে দেশের বাজারে এর সরবরাহ নেই। ফলে ক্রেতাদের চাহিদা মেটাতে মটরশুঁটি আমদানি করা হচ্ছে।
তিনি বলেন, শীতের সময়ে দেশে উৎপাদিত মটরশুঁটি বাজারে থাকে। তবে চাহিদা অনেক বেশি থাকায় ওই সময়ও মটরশুঁটি আমদানি করা হয়। মৌসুম শেষে মাস দুয়েক মটরশুঁটি আমদানি বন্ধ ছিল। ফের এটি আমদানি করা হচ্ছে। বন্দর থেকে পাইকারিতে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, কাঁচাপণ্য মটরশুঁটি আমদানি হয়েছে বন্দর দিয়ে। প্রথম দিন একটি ট্রাকে ২ হাজার ৬৮০ কেজি মটরশুঁটি এসেছে। এটি যেন দ্রুত ছাড় করা হয়, সেদিকে লক্ষ রেখে দ্রুত শুল্কায়ন করা হচ্ছে। ৪১০ ডলারের শুল্কায়ন হওয়ায় কেজিতে ডিউটি পড়ছে প্রায় ২১ টাকা।
সারাবাংলা/টিআর