Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে আবারও মিললো মর্টারশেল

রাবি করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৭:৪৯

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ এলাকায় আবারও একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার মেহেরচন্ডি এলাকার স্থানীয় মারুফ হোসেন নামের এক যুবক কৃষি অনুষদের পুকুরে হাত ধুতে গেলে তার পায়ের নিচে ইটের মত কিছু বাঁধে। পরে সে তুলে দেখে এটা বোমার মতো। পরে তিনি কৃষি অনুষদের পাশে ফ্লাইওভারে থাকা পুলিশ বক্সে বোমাসদৃশ মর্টার সেলটি জমা দেন।

পরে পরিত্যক্ত মর্টার সেলটি দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের বিশেষ টিম এসে নিস্ক্রিয় করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বোমা পাওয়া গেছে খবর শোনার পরই তিনি সহকারী প্রক্টরদের ঘটনাস্থলে পাঠান। এরপর তার উপস্থিতিতে পুলিশের বিশেষ টিম এসে এটি ধ্বংস করে।’

রাবি’র পুকুর থেকে দুটি মর্টারশেল ও রকেট লঞ্চার উদ্ধার

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত কিছু জায়গায় অনুসন্ধান চালিয়ে এসব বোমা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।’

উল্লেখ্য, এর আগে শহীদ ড. শামসুজ্জোহা জোহা হলের পাশের পুকুর খনন করতে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল ও রকেট লাঞ্চার পাওয়া গিয়েছিল।

সারাবাংলা/এমও

মর্টারশেল রাজশাহী বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর