Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৩ মাসের মধ্যে ধর্ষক-খুনিদের ফাঁসি কার্যকর করতে হবে’

সারাবাংলা ডেস্ক
৮ এপ্রিল ২০২২ ১৯:২২

ঢাকা: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু প্রধানমন্ত্রী নারী হলেই দেশ নারীবান্ধব হবে না, স্পিকার নারী হলেও দেশ নিরাপদ হবে না, নিরাপদ নারীবান্ধব দেশ হবে তখনই, যখন ধর্ষক-খুনিদের ফাঁসি ৩ মাসের মধ্যে কার্যকর করা হবে। আমি মনে করি, নির্যাতন-খুন-ধর্ষণ বন্ধে প্রমাণিত ধর্ষক-খুনিদের ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে।

 জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ এপ্রিল প্রতীকী তনু-নুসরাত প্রতীকী সমাবেশে সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা, জোবায়ের মাতুব্বর, হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতাসীনরা ধর্ষক-খুনিদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ না করলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় মোমিন মেহেদী আরও বলেন, ‘নারীদের জন্য ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতায় আমাদের পৃথিবীকে গড়তে হবে। সরকারকে নারী-পুরুষ বৈষম্য দূর করে সম্পদ সমবণ্টনে আইনি পদক্ষেপ নিতে হবে।’

সারাবাংলা/একে

তনু হত্যা নতুনধারা বাংলাদেশ নুসরাত হত্যা মোমিন মেহেদী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর