Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে শত একর বোরো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ২৩:২৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের আরও একটি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে তাহিরপুরের এরাইল্লা কোনা মনদিয়াতা বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে শত একর বোরো ফসল।

এ নিয়ে গত এক সপ্তাহে তাহিরপুর, ধর্মপাশা, শাল্লা ও দিরাইয়ে ৯টি বাঁধ ভেঙে কয়েক হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকের মনে কিছু স্বস্তি এসেছিল কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও নতুন বাঁধ ভেঙে গেছে। তবে আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। জেলার ১১ উপজেলার বাঁধের ফাটল ঠেকাতে রাতদিন পাহারায় হাওর পারের মানুষ।

উল্লেখ্য, গত ১ এপ্রিল তাহিরপুরের নজরখালি বাঁধ ভেঙে ১২০ হেক্টর বোরো ফসল তলিয়ে যায়। এরপর আরও আটটি বাঁধ ভেঙে যায় আর ফাটল দেখা দেওয়ায় জেলার সব ছোট-বড় হাওরে।

সারাবাংলা/এমও

টাঙ্গুয়ার হাওর বাঁধ বোরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর