Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ২৩:৪৩

চাঁদপুর: শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষকরা, তাদের উৎসব ভাতা চান শতভাগ। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি শিক্ষকদের মর্যাদা শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়ন