ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার
৮ এপ্রিল ২০২২ ২৩:৫৩
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজার এলাকা থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ।
স্থানীয়রা জানায়, গত (৭ এপ্রিল) রাতে ভুল্লী বাজারের একটি বটগাছে পাখিটি দেখা যায়। একসময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটিকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে শকুনটিকে উদ্ধার করে থানায় নেয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘শকুনটিকে ওই এলাকা থেকে উদ্ধার করে থানায় এনে তাৎক্ষণিকভাবে বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়। তিনি ধারণা করছেন শকুনটি পার্শ্ববর্তী ভারত সীমান্ত পাড় হয়ে অভুক্ত ও ক্লান্ত অবস্থায় ভুল্লী বাজারে বটগাছের উপরে এসে বসে।’
ঠাকুরগাঁও বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘শকুনটি উদ্ধার করে সিংড়া ফরেস্ট জাতীয় উদ্যানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে অবমুক্ত করা হবে।’
সারাবাংলা/এমও