Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদনগরে ট্রাক্টর খালে পড়ে ৩ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১১:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১৪:০৭

কুমিল্লা: মুরাদনগর উপজেলায় ট্রাক্টর খালে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৯ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুরাদনগর উপজেলার বল্লববাড়িয়া এলাকার হাসান (২৩), টুটুল (২২) ও বাবুল মিয়া (২২)।

জানা গেছে, ট্রাক্টরটি মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

মুরাদনগর থানার ওসি আবুল হাশেম জানান, ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেছেন তারা। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সারাবাংলা/এএম

কুমিল্লা টপ নিউজ ট্রাক্টর খালে মুরাদনগর উপজেলা