Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হৃদয় মণ্ডলের মতো শিক্ষকদের আমি অভিনন্দন জানাই’

ঢাবি করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ২০:৩৬

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, আমরা জ্ঞানভিত্তিক একটি সমাজ গড়ে তুলতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য হৃদয় মণ্ডলের মতো যে শিক্ষকরা ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবি জানিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব বলেন। ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠন সংহতি জানিয়েছে।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বিজ্ঞানভিত্তিক দেশ গঠনে ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে হৃদয় মণ্ডলের মত শিক্ষকরা ভূমিকা রাখছেন। আমরা দুঃখ হলো যে, বিজ্ঞান পড়াতে গিয়ে হৃদয় মণ্ডল নিগৃহীত হয়েছেন। অথচ সেই বই আমরা লিখেছিলাম। তিনি যে কথাগুলো বলার জন্য জেলে আছেন, হুবহু সেই কথাগুলো আমরা বিজ্ঞান মনস্করা বলে থাকি। তাহলে এটা কেমন কথা— হৃদয় মণ্ডল জেলে আর আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কেন গ্রেফতার করা হলো না ‘

মানবাধিকার কর্মী খুশী কবীর বলেন, ‘টিপ পরা নিষেধ, রবীন্দ্র সংগীত চর্চা নিষেধ, বাংলা সংস্কৃতি চর্চা নিষেধ— ষাটের দশকে এগুলো যখন চলে এসেছিল, সে সময় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছিল। আজকে সেই প্রতিবাদ কই? খণ্ড খণ্ড প্রতিবাদ কেন হচ্ছে? আমাদের সবাইকে নামতে হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে।’

খুশী কবীর আদালতে হৃদয় মণ্ডলের পরবর্তী শুনানিতে উপস্থিত থাকবেন জানিয়ে বলেন, ‘পরবর্তী কোর্ট হেয়ারিংয়ে আমরা থাকতে চাই। আমরা যদি থাকি, তবে মুন্সীগঞ্জের মানুষ বুঝবে, বাংলাদেশের সব মানুষ সাম্প্রদায়িক নয় এবং এই দেশে সাম্প্রদায়িকতা চলবে না।’

সমাবেশে গ্রেফতার হওয়া বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হালদার বলেন, ‘দীর্ঘ ২১ বছর ধরে আমার স্বামী এই স্কুলে শিক্ষকতা করেছেন। বাচ্চাদের ফুসলিয়ে বয়ান রেকর্ড করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

টপ নিউজ শিক্ষক হৃদয় মণ্ডল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর