Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে বরিস জনসনের আকস্মিক সফর

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২২ ২০:৫৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছেছেন। দেশটির রাজধানী কিয়েভে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন। শনিবার (৯ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। যুক্তরাজ্যে ইউক্রেন দূতাবাসের টুইটারেও একই তথ্য জানানো হয়।

ফেসবুকে দুই নেতার একটি ছবি পোস্ট করে আন্দ্রি সিবিহা লিখেন, ‘কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বরিস জনসনের সফর শুরু হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্তরাজ্য শীর্ষস্থানীয় একটি দেশ।’

এর আগে, শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, ইইউ-এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এবং শনিবার অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার ইউক্রেন সফর করেন। ইউরোপের শীর্ষ নেতাদের সফরের মধ্যে ব্রিটিশ নেতা বরিস জনসনও ইউক্রেন সফরে গেলেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর