Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ২৩:৩৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:০২

রংপুর: প্রভোস্টের পদত্যাগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। শনিবার (৯ এপ্রিল) রাত ৯টায় হলের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

পরে শিক্ষার্থীদের দেওয়া দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ স্থগিত করেন হলে ফিরে যান শিক্ষার্থীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানজিলা আফরিন পিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকেই হলে প্রায়ই বিদ্যুৎ থাকে না, এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সমস্যা হয়। এছাড়া হলের ডাইনিংয়ের খাবারের মান খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়েই রান্না করতে হয় বিদ্যুৎ না থাকায় প্রায় সময়ই বাইরে খাবার খেতে হয়। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধিতে ভর্তুকি, ইন্টারনেট সংযোগ, হলের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিকারসহ বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে দীর্ঘদিন থেকে হল প্রভোস্ট তানিয়া তোফাজের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান করেননি তিনি। প্রতিদিনের মতো শনিবারও সন্ধ্যায় সমস্যার সমাধানের জন্য প্রভোস্টকে ফোন করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রভোস্ট দুর্ব্যবহার করেন। এজন্য প্রভোস্ট তানিয়া তোফাজের পদত্যাগসহ অন্যান্য দাবি পূরণে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।’

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল শিমু বলেন, ‘হলের কোনো সমস্যাতেই আবাসিক হলের প্রভোস্টের সহযোগিতা পাওয়া যায় না। প্রভোস্ট প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি কোনো বিষয়ে হলের কর্মকর্তা ও কর্মচারীদের বললে তারাও অভিযোগ আমলে নেন না বরং খারাপ ব্যবহার করেন।’

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট তানিয়া তোফাজ বলেন, ‘আমি সম্প্রতি হলে যোগদান করেছি। হলের শিক্ষার্থীরা হিটারে রান্না করে এজন্য বিদ্যুতের সমস্যা দেখা দেয়।’ তবে শিক্ষার্থীদের সব সমস্যা অতিদ্রুতই সমাধান করা হবে জানান প্রভোস্ট।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘হলের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি প্রেক্ষিতে বিক্ষোভ করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ স্থগিত করে হলে ফিরে যান।’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর