Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২২ ১৪:৪৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্ধারণে আবারও বসতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। আগামীকাল সোমবার (১১ এপ্রিল) এই অধিবেশন বসার কথা রয়েছে। এর আগে অনাস্থা ভোটে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। খবর আলজাজিরা।

ক্ষমতাসীন দলের সদস্যদের এবং এর মনোনীত বক্তাদের অনুপস্থিতিতে গতকাল শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতের পার্লামেন্ট অধিবেশনে সভাপতিত্ব করেন আয়াজ সাদিক। তিনি বলেন, রোববার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

বিজ্ঞাপন

অংশীদাররা জোট ত্যাগ করায় আস্থার ভোট হারেন ৬৯ বয়সী ইমরান খান। দেশটির বিপর্যস্ত অর্থনীতি পুরুদ্ধার করতে না পারা ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো।

দেশটির আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। যদিও ইমারান খানের পরাজয়ের পর বিরোধী রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচন দাবি করছে। একইসঙ্গে আবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য তারা একটি আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে দলগুলো।

সারাবাংলা/এনএস

পাকিস্তান

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর