Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা বটমূলে বোমা হামলা: বিচারকের প্রতি আসামির অনাস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ১৬:০০

ঢাকা: রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন এক আসামি।

রোববার (১০ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে প্রতি অনাস্থা জানিয়েছেন আরিফ হাসান ওরফে সুমন।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। আরিফ হাসানের আইনজীবী মিজানুর রহমান এ মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। কিন্তু আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এরপর মিজানুর রহমান বলেন, ‘আপনার আদালতের প্রতি আমাদের আস্থা নেই। আমরা ন্যায়বিচার পাবো না। আমরা উচ্চ আদালতে যাব। আমাদের সময় দিন।’

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভুঞা এ সব তথ্য জানান।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ বোমা হামলা মামলা রমনা বটমূল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর