Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী পদে ইমরানের মনোনয়ন কুরেশিকে, বিরোধীদের শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২২ ১৬:৩১

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে ইমরান খানকে। শূন্য পদে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত পার্লামেন্টে প্রার্থীদের নাম জমা দেওয়ার সময় বেধে দিয়েছেন স্পিকার। ইতোমধ্যে বিরোধী নেতা শেহবাজ শরিফের প্রার্থিতা জমা পড়েছে। আর ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে।

গতকাল শনিবার নাটকীয়তায় ভরা একটি দেন পার করেছে পাকিস্তান। দিনভর ৫ বার অধিবেশন মুলতবির পর মধ্যরাতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ৩৪২ আসনের পার্লামেন্টে প্রস্তাবটি ১৭৪ ভোটে গৃহীত হয়। ভোটাভুটির অল্প কিছুক্ষণ আগে তেহরিক-ই-ইনসাফের সদস্যরা ওয়াক আউট করেন।

পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির সময় সভাপতিত্ব করেন বিরোধীদল পিএমএল-এন’র নেতা আয়াজ সাদিক। এর কিছুক্ষণ আগে, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলগুলো।

জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী বর্তমান ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন স্পিকার। জাতীয় পরিষদের যেকোনো সদস্য এ শীর্ষ পদের জন্য কোনো মুসলিম প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। স্পিকার রোববার দুপুর দুইটা পর্যন্ত প্রার্থীদের নাম জমা দেওয়ার সময় বেধে দেন। আগামী কাল সোমবার প্রার্থীদের নাম ভোটে দেবেন স্পিকার। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।

তেহরিক-ই-ইনসাফ সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে এখন বিরোধীজোটের মনোনীত প্রার্থীই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আর এ জোটের প্রার্থী শেহবাজ শরিফ। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

অপরদিকে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী শাহ মাহমুদ কুরেশিও রাজনৈতিক মহলে প্রভাবশালী। আকস্মিক স্বতন্ত্র এবং দলছুট সদস্যরা মত পরিবর্তন করলে কুরেশিও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন—এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর