ব্লকচেইন ব্যবহারে প্রিমিয়ার ব্যাংক ও ফিনটেক ইনোভেশনের চুক্তি সই
১০ এপ্রিল ২০২২ ১৭:০৫
ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ট্রেড ফাইন্যান্স ব্যবসায় পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি।
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এবং ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কান্ট্রি অফিসার আজিজুন্নেসা হক ডলির উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়।
প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠানটি হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কাজী আহসান খলিল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শিবলী সাদেকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সবশেষ ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ট্রেড ফাইন্যান্স ব্যবসার জন্য ট্রেড অ্যাসেটস পোর্টালের মাধ্যমে এফআই ই-মার্কেটপ্লেসে অংশগ্রহণ করতে পারবে। এর মাধ্যমে তারা এলসি অ্যাডভাইজিং, কনফার্মিং ও ইউপাস ফান্ডিং ইত্যাদিও করতে পারবে প্রিমিয়ার ব্যাংক।
সারাবাংলা/টিআর
প্রিমিয়ার ব্যাংক ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি ব্লকচেইন প্রযুক্তি