Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই পাচারের সময় শিক্ষা অফিসের ২ কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ২১:২৯

প্রতীকী ছবি

ঢাকা: ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের বিভিন্ন পাঠ্যসূচির ১২ হাজার ৭৮০টি বই রাতের আঁধারে পাচারের সময় শিক্ষা অফিসের দুই কর্মচারীকে আটকের পর মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার দুই কর্মচারী হলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী গৌতম চক্রবর্তী ও এমএলএসএস (অস্থায়ী) মো. রুবেল।

বিজ্ঞাপন

রোববার (১০ এপ্রিল) দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত সোয়া ১০টার দিকে দীঘিনালা উপজেলা চত্বরের পরিত্যক্ত মৎস্য ভবনের সামনে (বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউন হিসেবে ব্যবহৃত) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিনামূল্যে সরকারি বিতরণযোগ্য বই একটি ট্রাকে লোড করা হচ্ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আসামি গৌতম চক্রবর্তী ও মো. রুবেলকে ১২ হাজার ৭৮০টি বইসহ ট্রাক আটক করে পুলিশ। এর সঙ্গে সম্পৃক্ত ট্রাকচালকসহ আরও বেশ কয়েজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করে বিষয়টি দুদকের কাছে হস্তান্তর করা হয়। এরপর আসামিদের বিরেুদ্ধে মামলা করে দুদক।

সারাবাংলা/এসজে/পিটিএম

গ্রেফতার দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর