Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ২১:৫৯

যশোর: যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে শাবলের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের দেলোয়ার দফাদারের ছেলে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই দেলোয়ার দফাদারের ছেলে মফিজের জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুর রহমানের বাড়ির ভেতর জমি নিয়ে মফিজ ও তার ভাই আব্দুল আজিজের মধ্যে বাকবিতণ্ড বাঁধে। সেখানে মফিজের ছেলে ইসমাইল (২৬) একটি শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

স্থানীয়রা জানান, এসময় আব্দুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে নেওয়ার কিছু সময় পর আব্দুর রহমান মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে একজন মারা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।

সারাবাংলা/টিআর

জমি নিয়ে বিরোধ বৃদ্ধ খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর