Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গর্ভবতীদের মাতৃত্বকালীন ভাতা ৮০০ পরিবর্তে ১০০০ টাকা করার সুপারিশ

স্পেশাল করসেপন্ডন্টে
১০ এপ্রিল ২০২২ ২২:০৪

ঢাকা: দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা আটশ’র পরিবর্তে এক হাজার টাকা করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া দারিদ্র বিমোচনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাও করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম সভায় এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহের আফরোজ। এ সময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে ডিজিটাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে পাঁচটি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি পাঁচটি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলাবিষয়ক অধিদফতরের সকল কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নেওয়ার জন্য ফের কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন (প্রকল্পের আওতায় নির্মিত প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র) প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বিজ্ঞাপন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন, মহিলাবিষয়ক অধিদফতরসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

মাতৃত্বকালীন ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর