২৭ নয়, পোশাক কারখানা ছুটি হতে পারে ৩০ এপ্রিল
১০ এপ্রিল ২০২২ ২৩:০৮
ঢাকা: আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমে ইদের ছুটি শুরু হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে পোশাক মালিকরা বলেছেন, ইদের প্রায় এক সপ্তাহ আগে ছুটি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইদের ছুটি হয় সাধারণত দুয়েক দিন আগে। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে ইদের ছুটি বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এক অনুষ্ঠানে রোববার (১০ এপ্রিল) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএ থেকে জানানো হয়েছে যে, ২৭ তারিখ থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে রাস্তা এবং নৌপথে অতিরিক্ত চাপ তৈরি না হয়।’
এ বিষয়ে জানতে চাইলে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজীম সারাবাংলাকে বলেন, ‘২৭ তারিখ থেকে ছুটি হওয়ার সম্ভাবনা নেই। পোশাক কারখানায় সাধারণত ছুটি হয় ইদের দুয়েক দিন আগে। এবার যেহেতু ৩ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, তাই ৩০ তারিখ থেকে ছুটি শুরু হবে।’
তিনি বলেন, ‘আমরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বা সরকারি ক্যালেন্ডার অনুযায়ীই ছুটি দিই। আমরা বলিনি ২৭ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু হবে। বরং আমরা বলেছি, যাদের কাজ শেষ হয়ে যাবে, শিপমেন্ট হয়ে যাবে, তারা ছুটি দিয়ে দেবে। আর ছুটি নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। তবে আমরা চাই ধাপে ধাপে ছুটি হোক, যাতে রাস্তায় যানজট না হয়।’
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল সারাবাংলাকে বলেন, ‘২৭ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি হবে এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গার্মেন্টেসে ছুটি হয় সাধারণত ইদের দুয়েক দিন আগে। এবারও তার ব্যক্তিক্রম হওয়ার কথা নয়। তবে সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, তা তো আমাদের মানতেই হবে। তবে ছুটি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভপতি মোহাম্মদ হাতেম সারাবাংলাকে বলেন, ‘২৭ তারিখ থেকে ছুটি দেওয়া সম্ভব হবে না। ইদ যদি ৩ মে হয়, তাহলে ২৯, ৩০ কিংবা ১ তারিখ থেকে ছুটি শুরু হবে। যেহেতু ১ তারিখ মহান মে দিবস, সেদিনতো ছুটি থাকবেই। শ্রমিকরা ছুটি চায় ইদের এক থেকে দুই দিন আগে। ঈদের পরে তাদের ছুটি প্রয়োজন হয়। আর এখন প্রতিটি গার্মেন্টেসেই প্রচুর কাজের চাপ।’
শিপমেন্ট শেষ হয়ে গেলে অর্থাৎ কাজ না থাকলে মালিকপক্ষ আগে থেকেই ছুটি দিয়ে দেবে। কিন্তু ২৭ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি হবে বিষয়টি এমন নয় বলে জানান তিনি।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম