Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ২৩:২০

ঢাকা: এফডিআরের (ফিক্সড ডিপোজিট) ১৮ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শ্যামপুরের মুন্সিখোলা শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রফিক মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১’র সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কমিশন সূত্রে জানা যায়, আসামি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা অবৈধভাবে স্থানান্তর ও হস্তান্তর করেছেন। আর এই টাকা স্থানান্তরের মাধ্যমে ১৮ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

২০১৬ সালের ১০ নভেম্বর থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত রফিক মাহমুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ওই শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আর এই সময়ে কর্মরত থাকা অবস্থায় তিনি বিভিন্ন নামে ব্যাংকের নিয়মনীতি অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে ৩০ কোটি টাকার ৫৮টি এফডিআর খোলেন। এসব অর্থের উৎস, গ্রাহকের পরিচিতি, প্রকৃত সুবিধাভোগী ইত্যাদি বিষয়ে তার কাছে ব্যাখ্যা ছিল না।

সারাবাংলা/এসজে/পিটিএম

দুদক মামলা

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর