Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীণ সেপটিক ট্যাংকে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ০০:১১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন একটি ভবনের অভ্যন্তরে সেপটিক ট্যাংক তৈরির সময় মাটিচাপা পড়ে শান্ত শেখ (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। রোববার (১০ এপ্রিল) দুপুরে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক শান্ত সেখ শহরের রাণীগ্রাম দক্ষিণপাড়ার বাবুল সেখের ছেলে। সে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণির শিক্ষার্থী। আর আহত শফিকুল ইসলাম একই মহল্লার শওকত আলীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ভবন মালিক ঠিকাদার আব্দুল কাদের লিটনের নির্মাণাধীন বহুতল ভবনে সেপটিক ট্যাংকি নির্মাণের কাজ চলছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ মাটি ধসে শান্ত ও শফিকুল মাটির নিচে চাপা পড়েন। ওই সময় স্থানীয়রা শফিকুলকে দ্রুত উদ্ধার করতে পারলেও শান্ত গর্তের মাটির নিচে চাপা পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে শান্তর মৃতদেহ উদ্ধার করে।

সারাবাংলা/পিটিএম

মৃত্যু সিরাজগঞ্জ সেপটিক ট্যাংক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর