Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার গ্রহণ করেছেন ড. আতিউর রহমান

সারাবাংলা ডেস্ক
১১ এপ্রিল ২০২২ ০০:৫৪

ঢাকা: বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২১’ গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। রোববার (১০ এপ্রিল) বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক নুরুন্নাহার খানম।

অনুষ্ঠান শেষে ড. আতিউর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের জাতিসত্তা ও অস্তিত্বের প্রতীক। বাঙালির বিশ্বব্যাপী যে স্বাতন্ত্র্য ও আভিজাত্য রয়েছে এর বড় অবদান কবিগুরুর। বাঙালির নান্দনিকতার চর্চাকেও তিনি এগিয়ে নিয়ে গেছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ শুধু লেখক নন, বড় একজন অর্থনীতিবিদও। কৃষি ও কৃষকের উন্নতির কথা অনবরত বলেছেন। বঞ্চিতদের এগিয়ে নেওয়া ও আত্মশক্তির সন্ধান করেছেন। তার আর্থসামাজিক ভাবনাকে তাই আরও তুলে ধরতে হবে।’

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতীয়তা ও বাংলা ভাষাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাভাবে স্মরণ করেছেন রবীন্দ্রনাথকে।’

উল্লেখ্য যে, ড. আতিউর রহমানের রবীন্দ্র বিষয়ক বহুমাত্রিক লেখা দেশে-বিদেশে বিপুল প্রশংসা কুড়িয়েছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর