Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হলেন গোলাম মসীহ্

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৫:২০

ঢাকা: সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এর আগে, ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছন গোলাম মসীহ্।

সোমবার (১১ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এম মামুন হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গোলাম মসীহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। গোলাম মসীহ্ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। তিনি ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গোলাম মসীহ্ জুলাই ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর