হারানো কুকুরের সন্ধানে পোস্টার, ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
১১ এপ্রিল ২০২২ ১৫:৪৭
ঢাকা: রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে পোস্টারিং করেছেন প্রাণীটির মালিক। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুকুরের সন্ধান চেয়ে পোস্টার শেয়ার করেছেন।
আট মাস বয়সী দেশী কুকুরটির নাম ‘সেফো।’ কুকুরটির গায়ের রং কালো, তবে সামনে বুকের কাছে অল্প একটু অংশ সাদা।
কুকুরের মালিক প্রসূণ সারাবাংলাকে বলেন, ‘আমাদের বাড়ি সোবহানবাগ এলাকায়। কেনাকাটা করার সময় সেফোকে নিয়ে ধানমন্ডি-২৭ এলাকায় গিয়েছিলাম। এ সময় কুকুরটি গলার বেল্ট ছিঁড়ে দৌড় দেয়।’
কুকুরটি খুঁজে দিলে সন্ধানদাতাকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান প্রসূণ।
তিনি বলেন, ‘আমাদের কুকুরটি দেখার পরেই রাস্তার একটি বেওয়ারিশ কুকুর তাকে বারবার ভয় দেখাচ্ছিল। এতে সেফো ভয় পায়। এ সময় ভয় পেয়ে সেফো দৌড় দেয়। এ সময় আমাদের হাতে থাকা বেল্টের ফিতাটি ছিঁড়ে যায়।’
প্রসূণ আরও বলেন, ‘ওই এলাকাটি সেফোর জন্য নতুন। তাই সে পথঘাট চিনে আমাদের বাসায় আসবে— এরকম না। আমরা কুকুরটি খুঁজে পেতে ধানমণ্ডি ও আশেপাশের এলাকায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সারাবাংলা/একে