Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৫ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ২০:০৮

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনার বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।

সোমবার ( ১১ এপ্রিল) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবীর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরো এয়ারপোর্টে কঠোর নজরদারি রাখা হয়। সেই নজরদারির একপর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। এরপর গ্রিন চ্যানেলে সকল সংস্থার উপস্থিতিতে যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

সানোয়ারুল কবীর আরও জানান, ওই যাত্রীর নাম ম. আরিফ। তিনি দুবাই থেকে গালফ এয়ারের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আসেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

‘প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টম আইনে দুটি মামলার প্রক্রিয়াধীন।’- যোগ করেন তিনি।

সারাবাংলা/এএম

টপ নিউজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনা উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর