Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ২৩:৪৯

বগুড়া: বগুড়ায় স্ত্রীকে হত্যা করায় মো. বুদু মন্ডল নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডদেশ হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) হাবিবা মন্ডল সোমবার (১১ এপ্রিল) এই মামলার দণ্ডাদেশ ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার উলখার গ্রামের রিকশাচালক বুদু মন্ডলের সঙ্গে একই গ্রামের আফেলা বেগমের বিয়ে হয়। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি সকালে ঘরে বিছানার ওপর আফেলার লাশ পাওয়া যায়। তার গলায় দাগ ছিলো। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় গৃহবধূ আফেলার ভাই আমির আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত হিসাবে বদু মন্ডলকে গ্রেফতার করলে সে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্তকারী কর্মকর্তা একই বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এমও

যাবজ্জীবন স্ত্রী হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর