Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় মৎস্য ঘের থেকে কুমির উদ্ধার, বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৩:৫৯

মোংলা (বাগেরহাট): বাগেরহাটের মোংলায় মাছের ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের মো.আকরামের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় নিতাই সরদার বলেন, ‘মঙ্গলবার ভোর আনুমানিক ৬টায় আমি ঘেরের চারো উঠাইতে গিয়ে কুমিরটি দেখি। পরে দড়ি দিয়ে কুমিরটি ধরে বাঁধি।’

স্থানিয় শংকর ঢালী বলেন, ‘এই ঘেরের সঙ্গে গোনা নদীর সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। সেসময় থেকে কুমিরটি এই ঘেরে রয়েছে।’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করি। পরে সুন্দরবনের জোংড়া খালে কুমিরটি অবমুক্ত করা হয়।

আজাদ কবির আরও বলেন, উদ্ধার হওয়া কুমিরটি লবণ পানির প্রজাতির। কুমিরটি লম্বায় ৫ ফুট। বয়স হবে ৭ থেকে ৮ বছরের মতো। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই ঘেরে চলে এসেছিল।

সারাবাংলা/এমও

কুমির উদ্ধার বনে অবমুক্ত লবণ পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর