Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানি করলেই নগদ সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৫:৪২

ঢাকা: সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রফতানির বিপরীতে সরকারের নগদ সহায়তা পেতে কোনো বাণিজ্যিক সংগঠন বা সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। যে কেউ শুধু সেবা রফতানি করলেই তার বিপরীতে নগদ সহায়তা পাবেন।

সোমবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) সদস্য ও অসদস্য সবাই বিদ্যমান ব্যবস্থায় আইটিইএস সেবা রফতানির বিপরীতে নগদ সহায়তা পাবেন।

এতে আরও বলা হয়, এই সংক্রান্ত আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, এর আগে পাঁচ হাজার ডলার পর্যন্ত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রফতানি আয়ের ক্ষেত্রে নগদ সহায়তা পাওয়া সহজ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নগদ সহায়তা পেতে টেলিট্রান্সফার (টিটি) বার্তা অনুযায়ী আমদানিসংশ্লিষ্ট তথ্যসূত্রের প্রয়োজন পড়ে না।

সারাবাংলা/জিএস/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর