Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার সেই তরুণীকে বুধবার ফের হাইকোর্টে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৭:১৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: জন্মসূত্রে কানাডার নাগরিক সেই তরুণীকে (১৯) আগামীকাল বুধবার (১৩ এপ্রিল) হাইকোর্টে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তরুণীর বাবা-মায়ের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়ে আইন ও শলিস কেন্দ্র ও ব্লাস্টের পক্ষের করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আজ ওই তরুণীর পাসপোর্টসহ কানাডিয়ান হাইকমিশনে জমা দিতে এবং তরুণীকে আদালতে উপস্থাপনের নির্দেশনা চেয়ে আবেদন রিটকারীরা। ওই আবেদনের শুনানি করে এ আদেশ দেন আদালত। এ ছাড়া মামলার শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। ওই তরুণীর বাবা মায়ের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ ও আজিম উদ্দিন পাটোয়ারী।

বাংলাদেশি বাবা-মায়ের ওই সন্তানের জন্ম কানাডায়। ১৯ বছরের ওই তরুণী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১০ মাস আগে তার বাবা মা বেড়ানোর কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।

এর আগে গত রোববার ওই তরুণী আপাতত তার বাবা-মায়ের জিম্মায় থাকবে বলে আদেশ দিয়েছিলেন আদালত।

আইনজীবীরা জানান, বাংলাদেশি বাবা-মায়ের ওই সন্তানের জন্ম কানাডায়। ১৯ বছরের ওই তরুণী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১০ মাস আগে তার বাবা-মা বেড়ানোর কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।

এক পর্যায়ে ওই তরুণী ল্যান্ডফোনে কানাডা সরকার ও ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনকে তাকে জোর পূর্বক ঘরবন্দি করে রাখার কথা জানান। ওই তরুণী কানাডায় ফিরে যাওয়ার ইচ্ছার কথাও জানান। এর পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। পরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্র রিট দায়ের করে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রাজধানীর উত্তর মুগদায় বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-মায়ের হেফাজতে থাকা জন্মসূত্রে কানাডিয়ান তরুণীকে আজ (১০ এপ্রিল) হাজির করাতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে আজ তরুণীকে তার বাবা-মাসহ হাজির করা হয়। এরপর আদালত একান্তে ওই তরুণীর কথা শোনেন। তারপর তার বাবা-মায়ের কথাও শোনেন।

শুনানি শেষে আদালত এ বিষয়ে রিটকারী আইনজীবীকে আবেদন সংশোধন করে পুনরায় আবেদন দাখিলের নির্দেশ দেন। পরে আজ (১২ এপ্রিল) রিটকারীদের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আগামীকাল পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এনএস

কানাডার তরুণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর