Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ঋণ ঝুঁকিসীমার নিচে ধরে রাখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ২০:০৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২৩:৩৬

ঢাকা: দেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণের প্রয়োজন হলেও সেই ঋণ যেন ঝুঁকিসীমা অতিক্রম না করে, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গণভবনে ‘অফশোর ট্যাক্স অ্যামনেস্টি’ এবং ‘শ্রীলংকার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ বিভাগ। এসব উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসময় শ্রীলংকার চলমান সংকটের কারণ ও এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকও পর্যালোচনা করে দেখা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখনো ঝুঁকিসীমার অনেক নিচে রয়েছে। আগামী দিনগুলোতেও বিদেশি ঋণের ধারা এরকম ঝুঁকিসীমার নিচে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা যায়— মধ্য ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই। প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় আছে।

তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, খাদ্যপণ্য ইত্যাদি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ইমপোর্টেড ইনফ্লেশন হিসেবে সৃষ্ট অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে একটি সমন্বিত রাজস্বনীতি ও মুদ্রানীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস; বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার; জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

সারাবাংলা/এনআর/টিআর

ঝুঁকিসীমার নিচে বিদেশি ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর