Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ইফতার অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১২ এপ্রিল ২০২২ ২৩:১০

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘প্রেসিডেন্সিয়াল ইফতার-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেসিআই ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট টু ২০২২ জেসিআই প্রেসিডেন্ট কিতামুরা মারি।

জেসিআই বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২ এপ্রিল) হোটেল লা মেরিডিয়ানে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রেসিডেন্সিয়াল ইফতারের আয়োজন গত কয়েক বছর হয়নি। তবে এবার আমরা বেশ বড় পরিসরে আয়োজন করেছি। জেসিআই বাংলাদেশ সবসময় সমাজের নানা স্তরের মানুষদের নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানে আমরা প্রায় ২০০ বিশেষ শিশু ও এতিমদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের সঙ্গে আমরা জেসিআই বাংলাদেশ পরিবার দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি।

তিনি আরো বলেন, এবারের প্রেসিডেন্সিয়াল ইফতার আমাদের জন্য একটু বেশি স্পেশাল। কারণ আমরা এই অনুষ্ঠানে পেয়েছি জেসিআই ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলোকে। বাংলাদেশে আসার জন্য এবং জেসিআই বাংলাদেশ পরিবারকে সময় দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশে আসতে পেরে জেসিআই ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলোও উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সিয়াল ইফতার-২০২২-এর ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট এরফান হক, কনভেনার ও ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি চেয়ার খাদিজা আক্তার, কোর টিম মেম্বার ও ন্যাশনাল সেক্রেটারি জেনারেল মো. জিয়াউল হক ভূঁইয়া এবং লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল।

একইসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার্স ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৪০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানটিতে বিশেষ শিশুরা হামদ ও নাত পরিবেশন করেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। সারাবিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

সারাবাংলা/টিআর

জেসিআই বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ইফতার

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর