Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ১২:২১

ঢাকা: দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই পরিস্থিতি থাকবে অন্তত আগামী ৩ দিন।

বুধবার (১৩ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এই সময়ে দেশের তাপমাত্রায় পরিবর্তন ঘটবে না। বুধবার (১৩ এপ্রিল) ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল ঘণ্টায় দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমটার যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এদিকে লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এএম

আবহাওয়া অধিদফতর ঝড় বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর