ঢাকা: রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কলাবাগান থানার এসআই মো. শওকত মিঞা জানান, রাতে খবর পাই ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে যুবককে মৃত অবস্থায় পাই।
তিনি জানান, মৃতদেহের ডান চোখের উপড়ে কাটা দাগ, কপালে কাটা দাগ, ডান হাত ভাঙ্গা, নাক থেতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছিলা দাগ আছে।
মৃত যুবকের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।