এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেল বৈশাখী ভাতা
১৩ এপ্রিল ২০২২ ২১:১৯
ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে থাকা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার টাকা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) উৎসব ভাতার জন্য আটটি চেক নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মাউশি বলেছে, মাউশির অধীনস্থ দেশের সব এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ দেওয়া হয়েছে। এ বাবদ আটটি চেকে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
তবে চেক জমা দিলেও বৈশাখী ভাতার টাকা বৈশাখের প্রথম দিনে তুলতে পারবেন না শিক্ষকরা। এই অর্থ শিক্ষক-কর্মচারীরা আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।
এছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বৈশাখী ভাতার টাকা বুধবার বিকেলের মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/টিএস/পিটিএম