Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ০০:১৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ০০:৩৪

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া নামক স্থানে সিএনজি ও অটোভ্যানের মধ্যে সংঘর্ষে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় সিনজিতে থাকা শিশুসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে সোহেল মিয়া নামে এক জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পিজি হাসপাতাল) পাঠানো হয়েছে। তিনি পলাশবাড়ীর সাবেক ছাত্রদল নেতা।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বাবলু মিয়া পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

সড়ক দুর্ঘটনা সিএনজি-অটোভ্যান সংঘর্ষ