Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার ১৪টি কোম্পানির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২২ ১০:২৮

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ছবি: সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ১৪টি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির জন্য কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর আলজাজিরা।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মারিস পেনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এই নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্কিত পরিবহন সংস্থা কামাজ এবং ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশন রয়েছে। রুসেলেক্ট্রনিক্সেও কোম্পানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশটির মোট ইলেকট্রনিক্স পণ্যগুলোর মধ্যে প্রায় ৮০ ভাগের বেশি উৎপাদন করে থাকে।

এছাড়াও রয়েছে রাশিয়ান রেলওয়ে। দেশটির জাতীয় অর্থনীতিতে (জিডিপি) এই প্রতিষ্ঠানটির অনেক বড় অবদান রয়েছে।

ওই বিবৃতে মারিস পেনে বলেন, ‘রুশ সরকারের রাজস্বের গুরুত্বপূর্ণ উত্সগুলো সঙ্গে লেনদেন রোধ করে দেশটির উপর চাপ বাড়াচ্ছি। একইসঙ্গে পুতিনের এই যুদ্ধে অর্থ যোগান দেওয়ার ক্ষমতা হ্রাস করছি।’

সারাবাংলা/এনএস

অস্ট্রেলিয়া রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর