Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরে লাগেজের ভেতরে টুকরো মরদেহ


১৫ ডিসেম্বর ২০১৭ ১৪:২৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৭

মেডিকেল করেসপন্ডেন্ট

রাজধানীর দক্ষিণ কল্যাণপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতর থেকে টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাত, পা ও মাথা ছাড়া টুকরো মরদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে কল্যাণপুরের সোহরাব পেট্রোল পাম্পের সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে- নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএস/টিএম/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর