Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে বরিশালে বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ১৭:১৪

বরিশাল: সূচনা সংগীত, ঢাকের শব্দ, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। তবে রমজান মাস হওয়ায় উৎসবে মানুষের অংশগ্রহণ আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমই।

ব‌রিশা‌ল সি‌টি কলেজ চত্বরে পহেলা বৈশাখের সকালে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে আয়োজন শুরু করে চারুকলা ব‌রিশাল সংগঠনটি। এরপর জাতীয় সংগীত প‌রি‌বেশ‌ন শেষে অংশগ্রহণকারীদের হাতে রা‌খি বেঁধে দেন আয়োজকরা। সবাই মিলে শুরু করেন মঙ্গল শোভাযাত্রা।

বিজ্ঞাপন

শোভাযাত্রা‌টি নগরীর বীরশ্রেষ্ঠ ক‌্যাপ্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়‌ক থেকে শুরু করে গির্জা মহল্লা, চকবাজার ও কাটপ‌ট্টি ঘুরে শেষ হয়েছে সি‌টি কলেজ প্রাঙ্গণে। এরপর সকাল সাড়ে ৯টায় বিএম স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদী‌চী।

চারুকলার আয়োজনে অংশ নেওয়া মিলন কান্তি দাস বলেন, ‘করোনার আগে নববর্ষের আয়োজনে প্রচুর মানুষ হতো। তবে এবারে অনেকটা সাদামাটা। দুইবছর পর বর্ষবরণে প্রাণ ফিরলেও উচ্ছ্বাস নেই, ভিড় নেই।’

বি এম স্কুলমাঠে সন্তানকে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান দেখতে এসে‌ছিলেন সাইদুল ইসলাম বলেন, ‘বর্ষবরণের অনুষ্ঠান মানেই ভিড় ঠেলে ঢুকতে হবে, তবে এবারে খুব কমসংখ‌্যক মানুষের উপ‌স্থিতি ছি‌ল।’

চারুকলা ব‌রিশালের মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সমন্বয়ক তমাল রায় বলেন, ‘এবারে প‌বিত্র মাহে রমজান থাকায় আমাদের আয়োজনে স্বল্পতা ছি‌ল। তবে যতটা সম্ভব আমরা করে‌ছি। মানুষের উপ‌স্থি‌তি আশা অনুযায়ী হয়‌নি।’

এ ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নানা সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে বর্ষবরণের উৎসব উদযাপন করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বরিশাল বর্ষবরণ বাংলা নববর্ষ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর