Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা চারদিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ২৭

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ১৬:৩৫

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুর হার একই রয়েছে।

এ ছাড়া দেশে গত এক দিনে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৭ জনের কোভিড শনাক্ত হয়।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ। আগেরদিন এই হার ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন হয়েছে।

গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১৮০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ২০ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

এছাড়া দেশের ৫৯ জেলায় গত একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত একদিনে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর