Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সন্ত্রাসী মুন্নাসহ ২৫ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ১৯:২৫

কক্সবাজার: শহরের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টার অভিযানে ১৯ মামলার আসামি সন্ত্রাসী মুন্নাসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ২৫ জন। বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও আজ আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়। যাদের বিরুদ্ধে, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। এসময় তিনি সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সারাবাংলা/এমও

অস্ত্র উদ্ধার কক্সবাজার টপ নিউজ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর