Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় চৈত্র সংক্রান্তি পূজায় চড়ক খেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২২:০১

বগুড়া: চৈত্র সংক্রান্তি পূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার চড়কতলা গ্রামে হয়ে গেল  ঐতিহ্যবাহী ‘চড়ক খেলা’। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছরের বিরতিতে এই চড়ক খেলার আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) মন্দির চত্বরে চড়ক খেলা দেখতে হাজির হন হাজারও দর্শক। একইসঙ্গে বৈশাখী মেলারও উদ্বোধন করা হয়েছে।

আদমদীঘি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় মেলার উদ্বোধন ঘোষণা করেন। তিনি নিজেও দর্শক সারিতে বসে চড়ক খেলা উপভোগ করেন।

মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক মিহির সরকার জানান, বাবা-দাদা’র ঐতিহ্য ধরে রাখতে সাতশ বছর ধরে চড়ক খেলা আয়োজন করা হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই বছর এই আয়োজন বন্ধ ছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় ফের এই আয়োজন ফিরে এসেছে মানুষের কাছে।

সারাবাংলা/টিআর

চড়ক খেলা চৈত্র সংক্রান্তি পূজা