Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি বাড়ছে সুরমায়, হাওরের ধান নিয়ে আবারও শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
১৬ এপ্রিল ২০২২ ১৪:৪২

সুনামগঞ্জ: বোরো ধানের ভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের প্রায় প্রতিটি হাওরেই শুরু হয়েছে ধান কাটা। তবে আবারও সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষা বাঁধ ও ধান নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার নদ-নদীর পানি বৃদ্ধি ও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

গত কয়েক দিন সুনামগঞ্জের নদ-নদীর পানি হ্রাস পেলেও গতকাল বৃহস্পতিবার থেকে সুরমা নদীর পানি ফের বৃদ্ধি পাচ্ছে। ঢলের পানি আসলে ফসলরক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে ফসলহানির শঙ্কা কৃষকদের।

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে ৫ দশমিক ১০ মিটারে প্রবাহিত হচ্ছে। হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ।

বিশ্বম্ভরপুর উপজেলার চাঁনপুর গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, হাওরের বোরো ধান নিয়ে মানুষ খুব চিন্তায় আছে। কারণ, বাঁধের অবস্থা বেশি ভালো না। যদিও সবসময় বাঁধে কাজ করা হচ্ছে। নদীতে পানি, উজান থেকে ঢলের পানি নামলে বাঁধ ও ধান দুইটি বিপদে পড়বে। নদীর পানি নাকি আবার বাড়তে পারে, তাই কৃষি অফিসের লোকজন ৮০ ভাগের ওপরে পাকা ধান তাড়াতাড়ি কাটার জন্য অনুরোধ করছেন।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জের প্রায় সবকয়েকটি হাওরেই ধান কাটা শুরু হয়েছে। যেসব জমির ধান ৮০ ভাগ পাকা রয়েছে, সেই জমির ধান দ্রুত কেটে তোলার জন্য আমরা কৃষকদের অনুরোধ করছি। কৃষকদের পাশাপাশি ৫০০ বেশি কম্বাইন্ড হারভেস্টার হাওরে ধান কাটছে। আবহাওয়া ভালো থাকলে আগামী ১৫ দিনের মধ্যে হাওর এলাকার অন্তত ৯০ ধান কাটা শেষ হয়ে যাবে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি হতে পারে। তাই হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য আমরা সকল কৃষকদের অনুরোধ জানিয়েছি। এ ছাড়া বাঁধগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখছি। উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিনরাত বাঁধের কাজ করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এএম

ধান ফসলরক্ষা বাঁধ সুনামগঞ্জ হাওর

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর