Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ১৪:০৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা: আবারও টানা দরপতনের কবলে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। গত সপ্তাহে ( ১০ থেকে ১৪ এপ্রিল) ডিএসইতে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিনদিনই সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এ সময় বড় দরপতনে ডিএসই বাজার মূলধন হারিয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে কমেছে সবকটি মূল্যসূচক। এছাড়াও এ সময় ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একইসঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন।

ডিএসই সূত্র জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ১০ এপ্রিল (রোরবার) ডিএসইর বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা। টানা দরপতনের কারণে সপ্তাহের শেষ কার্যদিবস ১৩ এপ্রিল (বুধবার) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ২৪ কোটি টাকা। ফলে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে তিন হাজার ৫১০ কোটি টাকা। উল্লেখ্য বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৮০টির। আর ২৮টির দাম অপরিবর্তিত থাকে। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ।

অন্যদিকে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ১১ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২২ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৯১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয় ৬০৭ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪১ কোটি ৯৪ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ২৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় তিন হাজার ৩৯ কোটি ২৭ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে এক হাজার ১২ কোটি ৯১ লাখ টাকা। গত সপ্তাহে পহেলা বৈশাখের কারণে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ ডিএসই ঢাকা স্টক একচেঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর