Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি শিক্ষকের বিরুদ্ধে বই চুরির অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ১৯:১৯

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলী আজম তালুকদারের বিরুদ্ধে বই চুরির অভিযোগ তুলেছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ মামুন।

শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘শুধুই জাহাঙ্গীরনগর’ নামক গ্রুপে একটি পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে মোহাম্মদ আলী আকন্দ মামুন বলেন, ‘২০০৭ সালে আমার অনুপস্থিতির সুযোগে (আমি তখন জাপানে ছিলাম) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলী আজম তালুকদার আমার ছোট বোনকে মিথ্যা বলে আমার বাসা থেকে প্রায় ৬০ হাজার টাকার অধিক মূল্যের বই চুরি করে নিয়ে যায়।’

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘নিয়োগ পাওয়ার পর অধ্যাপক আলী আজম তালুকদারের বহুবিধ অশিক্ষকসুলভ আচরণে অতীষ্ঠ হয়ে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান। এমএসসি’র নয়টি তাত্ত্বিক কোর্সে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন ছাত্রকে নিজের ব্যক্তি স্বার্থে নিজেই কো-সুপারভাইজার হওয়া সত্ত্বেও থিসিসে জঘন্য নোংরামির মাধ্যমে ফেল করানোয় তাকে চাকুরিচ্যুত করেন মুস্তাহিদ স্যার। অথচ এ অপরাধের বিস্তারিত জানা থাকার পরও পরবর্তীতে অধ্যাপক শরীফ এনামুল কবীর উপাচার্য হয়ে অধ্যাপক আজমকে পুনরায় শিক্ষক নিয়োগ দেন।’

এদিকে সম্প্রতি অধ্যাপক আলী আজমের বিরুদ্ধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ক্রয় না করেই ‘ভুয়া বিল-ভাউচার’ দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ ওঠে। স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ক্রয় না করেই অধ্যাপক আলী আজম অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন গাড়িচালকসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এ বিষয়ের পাশাপাশি অধ্যাপক আলী আজম তালুকদারের বিরুদ্ধে প্রাধ্যক্ষ ভবনের সীমানা প্রাচীর সংস্কার না করেই ‘ভুয়া বিল ও ভাউচার’ দেখিয়ে অর্থ উত্তোলনের তোড়জোড়, শহীদ সালাম-বরকত হলে ছাগল পালন, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার, আর্থিক সুবিধা নিয়ে পরিবহন অফিসে নিয়োগ দেওয়া ও পরিবহন অফিসে জনবলের সংকট দেখিয়ে নিয়োগে তড়িঘড়ি করাসহ নানা অভিযোগ রয়েছে।

পোস্টের অভিযোগের বিষয়ে অধ্যাপক আলী আজম তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এক ব্যক্তি আমার নামে কী বলল, না বলল সে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না।

‘মোহাম্মদ আলী আকন্দ মামুন কেমন মানুষ সেটি সবাই জানে। আমি তার পোস্ট দেখতে চাই না। এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাই না’ বলে অধ্যাপক আলী আজম তালুকদার।

সারাবাংলা/একে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বই চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর