Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তেলা মাথায় তেল দিয়ে দেশ চলতে পারে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ২০:১৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে যে লুটেরা সিন্ডিকেট, সেই সিন্ডিটেকটকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সরকার। বিতর্কিত উপায়ে ক্ষমতায় আসা সরকার ক্ষমতায় থাকতে লুটেরাদের কাছে আত্মসমর্পণ করেছে।’

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর চেরাগি চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা এ সব কথা বলেন। স্থায়ী রেশনিং ব্যবস্থা, টিসিবির পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, কঠোর হাতে সিন্ডিকেট দমন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া এবং গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘আমরা কমিউনিস্ট পার্টি সবসময় গরীব, মেহনতি মানুষের অধিকারের কথা বলি। এদেশের ৯৫ ভাগ মেহনতি মানুষের জীবন আজ দ্রব্যমূল্যের চাপে অতীষ্ঠ হয়ে গেছে। তাদের কথা বলতে আমরা রাস্তায় নেমেছি। আমরা সরকারকে বলতে চাই, তেলা মাথায় তেল দিয়ে দেশ চলতে পারে না। চোর-বাটপার, লুটেরাদের প্রশ্রয় দিয়ে ক্ষমতায় থাকলে দেশের কোনো মঙ্গল হবে না। দেশের মানুষ শুধু পাঁচ ভাগ নয়, ৯৫ ভাগও দেশের মানুষ।’

‘মুক্তিযুদ্ধে লক্ষ, লক্ষ শহীদের যে স্বপ্নসাধ ছিল, সেই সাম্যের বাংলাদেশের স্বপ্নের বিপরীত পথে আজ হাঁটছে দেশ। একাত্তরের ২২ পরিবারের পরিবর্তে আজ ২২ হাজার লুটেরা-হার্মাদ তৈরি হয়েছে, তারা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এটা আর চলতে দেয়া যায় না। আমরা মানুষকে বলছি, আপনারা প্রতিবাদে শামিল হোন। রাস্তায় নামুন। প্রতিবাদ করে, লড়াই-সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে’- বলেন অশোক সাহা

জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ম্য, টাকা পাচার আর লুটপাটের মেগাপ্রজেক্ট দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে। চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।’

জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মো. মছি উদ-দৌলা, ফরিদুল ইসলাম, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম সিপিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর